গণঅভ্যুত্থানপরবর্তী সংকটময় পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ে। সরকারি দপ্তরে হামলা, অগ্নিসংযোগ, মব জাস্টিস, ডাকাতি ও চুরি ইত্যাদি ঘটনায় সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক নিরাপত্তাহীনতায় ভোগেন। এ অবস্থায় প্রাণ রক্ষার জন্য অনেকেই দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় চান।
আইএসপিআর জানায়, পরিস্থিতির তাৎক্ষণিকতা ও মানবিক বিবেচনায় পরিচয় যাচাইয়ের আগেই এসব ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়। ৬২৬ জনের মধ্যে রয়েছেন—২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ সদস্য, ১২ জন অন্যান্য পেশাজীবী এবং ৫১ জন তাদের পরিবার-পরিজন।
প্রকাশিত তালিকায় এমনকি আগেই আলোচিত ১৯৩ জনের তালিকাও রয়েছে, যেটি গত ১৮ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আইএসপিআর আরও জানায়, অধিকাংশ ব্যক্তি ১-২ দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। পাঁচজনকে আইনি প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, কিছু স্বার্থান্বেষী মহল এ মানবিক আশ্রয়কে বিকৃতভাবে উপস্থাপন করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনী এসব অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানায়।
বিজ্ঞপ্তির শেষাংশে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও দেশের প্রতি নিষ্ঠাবান থেকে জাতির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।