সেনাবাহিনীর সদর দপ্তর পরিদর্শনে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৫ সেপ্টেম্বর) সেনানিবাসের প্রধান দপ্তরে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়:
“সেনা সদর দপ্তর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ নানা দিক সম্পর্কে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে সহায়ক ভূমিকা রাখতে নির্দেশনা দেন।”