ফুটবল বিশ্বকাপের সবচেয়ে আলোচিত স্কোরলাইনটা বলা চলে ৭-১। ব্রাজিলের ঘরের মাঠ বেলো হরিজেন্তে স্টেডিয়ামে জার্মানি বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিকদের জালে পুড়েছিল সাত গোল। আলোচিত সেই স্কোরলাইনকে আবার সামনে আনলো বাংলাদেশের মেয়েরা। নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানের মেয়েদের জালে ৭ গোল দিয়েছেন সাবিনা খাতুন-তহুরা আক্তাররা। বিপরীতে হজম করেছে এক গোল।
রোববার (২৭ অক্টোবর) নেপালের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেল বাংলাদেশের নারী ফুটবলাররা। খেলায় পুরোপুরি আধিপত্য বিস্তার করে ভুটানের বিপক্ষে সহজ জয় তুলে নেয় সাবিনা খাতুন ও তহুরা আক্তারদের দল।
খেলা শুরুর মাত্র সাত মিনিটেই বাংলাদেশের প্রথম গোল আসে। তহুরা আক্তারের পাসে ঋতুপর্ণা চাকমা ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে গোলের সূচনা করেন। এরপর ১৫ মিনিটে তহুরা আক্তার ব্যবধান দ্বিগুণ করেন।
২৪তম মিনিটে সহজ সুযোগ মিস করলেও দ্রুতই আত্মবিশ্বাস ফিরে পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন ৩-০ গোলে এগিয়ে নিয়ে যান দলকে। প্রথমার্ধেই বাংলাদেশ ৫ টি গোল আদায় করে নেয়, যার মধ্যে তহুরার দুটি এবং সাবিনার ও ঋতুপর্ণার একটি করে গোল ছিল। বিরতির ঠিক আগে ভুটান একটি গোল পরিশোধ করে, ফলে প্রথমার্ধ শেষ হয় ৫-১ গোলে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খেলার গতি কিছুটা কমালেও ৫৭ মিনিটে তহুরা আক্তার তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এর পরে ডিফেন্ডার মাসুরা পারভিন কর্নার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচটি শেষ হয় ৭-১ ব্যবধানে, যা সাফ চ্যাম্পিয়নশিপে তাদের ফাইনাল স্থান নিশ্চিত করে।
আয়নুল/