রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সেশনজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।
সেশনজট নিরসনের পরিকল্পনা জানতে চাইলে উপাচার্য বলেন, সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যোগদানের পরপরই সকল বিভাগের সাথে বসেছি, আলোচনা করেছি এ বিষয়ে বিভাগগুলোকে বার্তা দিয়েছি।
উপাচার্য আরো বলেন, সেশনজট নিরসনের জন্য আমি সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেমিস্টারের সময়সীমা কমানোর পাশাপাশি কারিকুলাম সম্পন্ন করতে যেন ঘাটতিটা না থাকে। সবদিক চিন্তা করেই আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা থাকাটাও জরুরি বলে আমি মনে করি।’
উপাচার্য আরো জানান, সেশনজট দূর করার জন্য দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে ইতোমধ্যে সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এদিকে শিক্ষার্থীরা বলছেন, করোনা মহামারী,শিক্ষক আন্দোলন, জুলাই-আগস্ট গণঅভ্যুথান, শিক্ষক সংকট ও শ্রেণিকক্ষ সংকটের কারণেই সেশনজট তৈরি হয়েছে।
সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সেশনজট। আমাদের নতুন উপাচার্য আসার পর ক্যাম্পাসে একের পর এক চমক দেখতে পাচ্ছি, অনেক পরিবর্তন আমাদের চোখের সামনে দৃশ্যমান। আমরা আশাকরি, বাকি কাজের মতো স্যারের হস্তক্ষেপে দ্রুত সময়ের মধ্যে সেশনজট নিরসনে যথাযথ উদ্যোগ দেখতে পাবো।
বিশ্ববিদ্যালয়ের সংকটের ব্যাপারে জানতে চাইলে উপাচার্য জানান, আমাদের বহু স্বল্পতা রয়েছে। সবার সহযোগিতায় ধারাবাহিকভাবে এগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের কাজ,একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুতি ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। তিনি এ বিষয়ে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।