বিশেষ প্রতিনিধি: কৌশলী শব্দ ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে সোমবার (১২ মে) আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আদেশের ভিত্তিতে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।
গত রবিবার (১১ মে) জুলাই ঐক্যের নেতারা আরও অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংবিধানিক পদে এখনও ‘ফ্যাসিবাদের দোসর’রা সক্রিয়ভাবে নিযুক্ত রয়েছে। তারা এই ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে তা প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে প্ল্যাটফর্মটির নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, সরকার যদি এই কাজে ব্যর্থ হয়, তাহলে ‘জুলাই ঐক্য’ নিজেরাই ওই তালিকা প্রকাশ করবে এবং ভবিষ্যতের আন্দোলনে এসব তথ্য কাজে লাগাবে।
‘জুলাই ঐক্য’ মূলত দেশের রাজনৈতিক পরিসরে সাম্প্রতিক পরিবর্তনের পর একটি বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলীয় সরকারের আমলে দীর্ঘদিন ধরে ‘গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালানো হয়েছে’—এমন অভিযোগ তারা বারবার তুলে আসছে। ৮০টির মতো রাজনৈতিক ও সামাজিক সংগঠন মিলে গড়ে উঠেছে এই জোট।
বিশেষ করে বিগত কয়েক বছরে প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি দলের শাসন দীর্ঘস্থায়ী করার অভিযোগ প্ল্যাটফর্মটির নেতৃবৃন্দের বক্তব্যে বারবার উঠে এসেছে। নতুন বন্দোবস্তের মাধ্যমে আবারও ফ্যাসিবাদী কোনো অপশক্তি যেন আগামী দিনগুলোতে আধিপত্য বিস্তার করতে না পারে সেজন্যই সোচ্চার হয়েছে এই প্ল্যাটফর্মটি।
নতুন রাজনৈতিক বাস্তবতায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংগঠন আশা করেছিল, পুরোনো আওয়ামী স্বৈরশাসনের অনুগতদের প্রশাসন থেকে সরিয়ে একটি নিরপেক্ষ কাঠামো গড়ে তোলা হবে। কিন্তু জুলাই ঐক্যের ভাষ্য অনুযায়ী, এখনও প্রশাসনের অনেক স্তরে আগের শাসনের অনুগত তথা ‘ফ্যাসিবাদের দোসর’ কর্মকর্তারা বহাল তবিয়তে রয়েছেন। ফলে, সত্যিকারের পরিবর্তন আনয়ন এখনও সম্ভব হচ্ছে না।
এই প্রেক্ষাপটে সম্প্রতি বিচার হওয়ার আগপর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আদেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জুলাই ঐক্য এটিকে ‘প্রশাসনিক ছলনা’ হিসেবে দেখছে, যেখানে সরকার সরাসরি নিষিদ্ধ না করে প্রশাসনিক আদেশে কার্যক্রম থামিয়ে দিচ্ছে।
প্ল্যাটফর্মটির মতে, মূলত এর পেছনে রয়েছে রাজনৈতিক ও কৌশলগত হিসাব। এখন দেখার বিষয়—এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং জুলাই ঐক্যের দাবিগুলির প্রতি অন্তর্বর্তী সরকার কী ধরনের প্রতিক্রিয়া জানায়।