সাভারের রানা প্লাজা ধসের মামলায় গ্রেপ্তার ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত করা হয়েছে।
বুধবার (২ অক্টোবার) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রানার জামিন স্থগিত করেন। আগামী ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে আবার বিষয়টি নিয়ে শুনানি হবে।
গত মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রানাকে ছয় মাসের জামিন দেন। ২০২৩ সালের ৬ এপ্রিল এই মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিল উচ্চ আদালত। পরে তা স্থগিত করে আপিল বিভাগ।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক প্রাণ হারান। এ ছাড়া, গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন ১ হাজার ১৬৯ জন। পরে ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। তখন থেকে কারাগারে আছেন তিনি।
আরএস