সৌদি আরব ভারতীয় কর্মীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন কঠোর নিয়ম আরোপ করেছে। এখন থেকে সৌদিতে কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের পেশা ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজের ভিসার জন্য পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, ভিসা পাওয়ার আগে তাদের দক্ষতা পরীক্ষা করতে হবে।
সূত্র জানায়, ছয় মাস আগে সৌদি কর্তৃপক্ষ এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। উদ্দেশ্য হলো সৌদিতে প্রশিক্ষণবিহীন কর্মীর সংখ্যা কমানো। ভারতের প্রশিক্ষণ কেন্দ্রের অভাবকেও এই সংকটের জন্য দায়ী করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সৌদিতে প্রবাসী কর্মীর সংখ্যায় বাংলাদেশ শীর্ষে, যেখানে প্রায় ২৭ লাখ কর্মী রয়েছেন। ভারতের অবস্থান দ্বিতীয়, মোট কর্মী সংখ্যা ২৪ লাখ। এর মধ্যে প্রায় ১৭ লাখ বেসরকারি খাতে এবং ৭ লাখ ৮৫ হাজার গৃহকর্মী হিসেবে কাজ করেন।
সৌদির শ্রমবাজারে ভারতীয় কর্মীদের গুরুত্ব থাকা সত্ত্বেও অভিযোগ রয়েছে, দেশটিতে দক্ষতা পরীক্ষার জন্য পর্যাপ্ত কেন্দ্র নেই। ভিশন-২০৩০ লক্ষ্য অনুযায়ী, সৌদি আরব দক্ষ কর্মী নিয়োগে গুরুত্ব দিচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও উন্নত করতে চাইছে।
আরইউএস