বাংলাদেশ থেকে প্রতিদিন ৪ থেকে ৬ হাজার শ্রমিককে ভিসা দিচ্ছে সৌদি আরব, যা দেশটির ইতিহাসে উল্লেখযোগ্য একটি রেকর্ড।
গাল্ফ নিউজের বরাতে জানা গেছে, গত মাসে সৌদি আরব বাংলাদেশ থেকে ৮৩ হাজার শ্রমিক নিয়োগ করেছে। এটি এক মাসে বিশ্বে একক দেশ থেকে সর্বোচ্চ শ্রমিক নিয়োগের একটি নজির।
সৌদি আরবের ভিশন ২০৩০ প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং বড় বড় পরিকাঠামো প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য শ্রমিকদের চাহিদা বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের রিয়াদ এক্সপোর আয়োজন। পাশাপাশি নতুন বিমানবন্দর, রেলপথ এবং স্টেডিয়াম নির্মাণের মতো প্রকল্পও চালু রয়েছে।
এছাড়া, সৌদি আরব শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশকে ৩৭২ টন মাংস অনুদান দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই মাংস দেশের ৬৪ জেলার ৯৫টি এলাকায় অনাথ, মাদরাসা শিক্ষার্থী ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।