স্কুলছাত্র হত্যা মামলায় তিন বন্ধুর যাবজ্জীবন আটকাদেশ
বরিশালের শিশু আদালতে ১২ ফেব্রুয়ারি বুধবার বিচারক মুহাম্মদ রকিবুল ইসলামের রায়ে, ক্রিকেট খেলার দ্বন্দ্বে কিশোর মিঠুর হত্যায় জড়িত ৭ জন অভিযুক্তের মধ্যে থেকে তিনজনকে যাবজ্জীবন আটকাদেশে দেওয়া হয়েছে। প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা আর অতিরিক্ত ৫ মাসের আটকাদেশও নির্ধারণ করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন, উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজ মাতুব্বরের ছেলে রেজাউল মাতুব্বর, সেই এলাকার সেকেন্দার হাওলাদারের শাহিন হাওলাদার ও ফারুক সরদারের ছেলে রোজেন সরদার।
বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন, ঘটনাটি ঘটে যখন নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা খালেক খানের ছেলে, এ.কে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মিজানুর রহমান মিঠুর সঙ্গে তর্ক-বিতর্ক হয়। অভিযোগ অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি বিকেলে মিঠু ক্রিকেট খেলার পর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন ভাটিখানা আবেদা বাগের সামনে রাস্তা আটকে রেখে তাকে কুপিয়ে আক্রমণ করা হয়। আহত মিঠুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরের দিন, মিঠুর পিতা খালেক খান বাদী হয়ে নামধারী ১১ জন ও অজ্ঞাত ৭ জন সহ মোট ১৮ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেমায়েল কবির পরবর্তীতে ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। সাক্ষ্যগ্রহণের পর আদালতে রায় প্রদান করে তিনজন অভিযুক্তকে যাবজ্জীবন আটকাদেশে এবং অপর চারজনকে খালাস প্রদান করা হয়। অভিযুক্তদের মধ্যে, রেজাউল মাতুব্বর পলাতক থাকার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।