জুলাই-আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল।
সমাবেশে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বয়স্ক ব্যক্তিদের উপস্থিতি দেখা গিয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ছাত্রদলের দলীয় টেন্ট বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের পেছন থেকে একটি মিছিলের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রসাশন ভবনে সামনে এসে শেষ হয়।
এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘যুবলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘দালালের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘জামায়াত শিবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘গুপ্ত সংগঠনের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘এক হও, লড়াই করো, জিয়ার সৈনিক’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।
পরে শেখ হাসিনার আমলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সাজা নিশ্চিতসহ দুই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে জামায়াত শিবিরকে উদ্দেশ্য করে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘’আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্টের পর দেখেছি, একটা ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বললো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চাই না। পরে আপনারা দেখলেন সেই সংগঠনটি হলো ছাত্র শিবির। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ প্রো-ভিসি বলেছেন, তিনি বাংলাদেশের শিক্ষা পরিসরে ছাত্র রাজনীতি চান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হয় তবে এই প্রো-ভিসি কী হবে। নেতাকর্মীরা তখন দালাল, দালাল বলে স্লোগান দেন।’’
তিনি আরও বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, তিনি অনতিবিলম্বে রাকসু নির্বাচন দেবেন। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর প্রাণের স্পন্দন হলো রাকসু। রাকসুর সর্বশেষ ভিপি বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেড রুহুল কবির রিজভী। আমরা চাই অনতিবিলম্বে রাকসু হোক।’’
কর্মসূচিতে রাজশাহী নিউ গভার্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে আসা একাদশ শ্রেণির শিক্ষার্থী জামাল বলেন, ‘আমরা রাহি ভাইয়ের লোক। রাহি ভাইয়ের প্যানেল থেকে আমরা এই কর্মসূচিতে এসেছি। ছাত্রলীগ যাতে দেশে না আসতে পারে, মিছিল মিটিং না করতে পারে সেটার বিরুদ্ধে আমাদের আজকের কর্মসূচি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ আলী, যুগ্ম-আহ্বায়ক সরদার জহুরুল, শফিকুর রহমান, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল হাসান মিঠু, এম এ তাহের রহমান, আহ্বায়ক সদস্য নাফিউল জীবন, হিমেল, নূরউদ্দিন আবিরসহ অন্যান্য পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগে শাখা ছাত্রদলের নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন।