অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ঝড়ে উড়ে গেল ভারতের ব্যাটিং অর্ডার। স্টার্কের নেওয়া ছয় উইকেটের ভর করে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছে ভারত।
স্টার্ক ঝড়ে লণ্ডভণ্ড ভারত, ইনিংস থামল ১৮০ রানে
অ্যাডিলেডে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই স্টার্কের বলে এলবিডব্লিউর শিকার হন ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় ব্যাটার ইয়াশস্বী জায়সওয়াল।
এরপর লোকেস রাহুল ও শুভমান গিলের জুটি কিছুটা আশ্বাস জাগাচ্ছিল ভারতীয় শিবিরে। তবে এই জুটি প্রতিপক্ষের বোলারদের ভয়ের কারণ হয়ে ওঠার আগেই আবারও আঘাত হানেন স্টার্ক। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটির পতন হয়। সাজঘরে ফেরার আগে নিজের নামের পাশে ৩৭ রান যোগ করেন রাহুল। রাহুলের পর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ভিরাট কোহলিকেও সাজঘরে ফেরান স্টার্ক।
এরপর অজি বোলারদের আগ্রাসনের বিরুদ্ধে কুপোকাত হয়ে যায় ভারতীয় ব্যাটিং লাইনআপ। একের পর এক উইকেট হারাতে থাকে ভারত।
দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল, রিশাভ পান্ত, অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মারা দলীয় ৯০ রানের আগেই প্যাভিলিয়নে ফিরে যান। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে ছয় নম্বরে নেমেও কাজের কাজ হয়নি, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। নিজের নামের পাশে মাত্র তিন রান যোগ করেই ফিরতে হয়েছে তাকে।
শেষের দিকে নীতিশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিনের ৩২ রানের জুটি এবং জাসপ্রীত বুমরাহর সাথে নীতিশ কুমারের ৩৫ রানের জুটির কল্যাণে ভারতের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮০ রানে।
উল্লেখ্য, অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক শিকার করেন ছয় উইকেট। প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড দুইটি করে উইকেট নিয়েছেন।
রকি//বিএন