মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের পালক পিতা আবদুর রাজ্জাক। বাবার মৃত্যুর সময় স্ত্রী রিয়া মনির অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম তাকে নিজের জীবন থেকে বর্জনের ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম জানান, “রিয়া মনিকে আমি আমার জীবন থেকে বয়কট করলাম।” তিনি অভিযোগ করেন, তার বাবা যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, তখন রিয়া মনি কিংবা পরিবারের অন্য কোনো সদস্য পাশে ছিলেন না।
উল্লেখযোগ্য বিষয় হলো, রিয়া মনি হিরো আলমের তৃতীয় স্ত্রী। কাজের সূত্রে তাদের পরিচয় থেকে প্রেম এবং পরবর্তীতে বিয়েতে গড়ায় সম্পর্ক। এই সময়েই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান তাকে তালাক দেন। বিয়ের পর রিয়া মনি ও হিরো আলম একসঙ্গে বিভিন্ন কনটেন্টে কাজ করেছেন এবং জুটি হিসেবে জনপ্রিয়তা পান।