পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (২৫ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের একটি উদাহরণ।
তিনি আরও বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র এবং বহুত্ববাদী পরিবেশ সৃষ্টির মাধ্যমে জনগণের চাহিদা পূরণে কাজ করছে।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, বাংলাদেশ ন্যায্যতা, সমতা ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থাপন
অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সূচনা বক্তব্য দেন। এতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, দেশি-বিদেশি কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরইউএস