অবশেষে স্বপ্ন পূরণ হলো অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের। এবার শৈশবের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন তিনি। এবং একইসাথে পিএসজিতে ইতি টানলেন তিনি।
গতকাল সোমবার রাতে রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এমবাপ্পের যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী ৫ মৌসুমের জন্য এমবাপ্পেকে চুক্তি করিয়েছে তারা। দেড় কোটি ইউরোতে পাঁচ বছরের জন্য যুক্ত এমবাপ্পে। ২৫ বছর বয়সী এই সুপারস্টারকে সাইনিং-অন বোনাস হিসেবে দেয়া হবে সাড়ে ৮ কোটি ইউরো। চুক্তির মেয়াদে তাকে কিস্তিতে এই ফি দেয়া হবে বলে জানা গেছে।
নিজের সামাজিক মাধ্যমে রিয়ালের জার্সি পরা ছোটবেলার ছবি দিয়ে একটি পোস্ট করেছেন এমবাপ্পে। পোস্টে তিনি লিখেছেন, “এবার স্বপ্ন পূরণ হলো। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি খুব খুশি এবং গর্বিত।”
উল্লেখ্য, গত মাসেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এমবাপ্পে। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় একদম মুফতেই এমবাপ্পেকে ছাড়তে হচ্ছে পিএসজির।