দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
রবিবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রাজধানীর রামপুরায় স্বর্ণ ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘এক দুই তিন চার/জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘দফা এক দাবি এক/জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘আমার ভাইকে গুলি করে/ইন্টেরিম কী করে?’, ‘আমার বোনকে ধর্ষণ করে/ইন্টেরিম কী করে?’, ‘একশন একশন ডাইরেক্ট একশন/সুশীলতার বিরুদ্ধে ডাইরেক্ট একশন’ এ ধরনের নানা স্লোগান দেন। পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক রহমত আলী বলেন, দেশব্যাপী হত্যা, ছিনতাই, ধর্ষণ ও লুটপাটের ঘটনা দিনদিন বেড়ে চলার পেছনে ইন্টেরিম গভর্নমেন্টের ব্যর্থতাই দায়ী। তাই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যদি সুশীলতার কারণে এ ধরনের অরাজকতা নিয়ন্ত্রণে আনতে না পারেন তবে দায়িত্ব ছেড়ে দেন। কিন্তু গদি আঁকড়ে ধরে পদক্ষেপ না নিয়ে ছাত্রজনতার রক্তের ওপর দাঁড়িয়ে বেইমানি করবেন না। অন্যথায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে মাঠে নেমেছিলাম, সেভাবেই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা রাজপথে নামব।