২০২৫ সালের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। তাকে আগামী ১৮ মার্চ সশরীরে হাইকোর্টে হাজির হয়ে এই নির্দেশিকার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।
গত ৬ মার্চ হাইকোর্ট বেঞ্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এই আদেশ দেন। নির্দেশিকায় বিচার বিভাগের মর্যাদা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে দেশের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদমর্যাদায় পরিবর্তন আনা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এই বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এবং তা অবমাননাকর হিসেবে উল্লেখ করেন।
২ মার্চ জারি হওয়া এই নির্দেশিকায় রাষ্ট্রীয় পদমর্যাদা সংক্রান্ত নিয়মাবলির সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, যা হাইকোর্টের সমালোচনার সৃষ্টি করেছে। আইনজীবী শিশির মনির বলেন, এই নির্দেশিকায় প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি বা পুলিশের মহাপরিদর্শকসহ অন্যান্যদের সঙ্গে তুলনা করা হয়েছে, যা ২০২০ সালের সংশোধিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বিরোধী।
আদালত এই নির্দেশিকার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে এবং নাসিমুল গনিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। হাইকোর্ট আরও জানিয়েছে, সিনিয়র ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে।
এছাড়া, ২০২০ সালের সংশোধিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী, প্রধান বিচারপতির মর্যাদা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের পর।