চলমান কোটা আন্দোলনে সহিংসতার জেরে টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম বলেন, “আপাতত স্বল্প দূরত্বে কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে এসব ট্রেন চলাচল করবে। দিনের বেলা যখন কারফিউ শিথিল থাকবে, তখন চলবে ট্রেন।”
আন্তঃনগর ট্রেন চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই মঙ্গলবার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। এতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
পরদিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক থাকলেও ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। রেলপথের টঙ্গী-ভৈরব অংশের নরসিংদীতে রেললাইন তুলে ফেলা সহ ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধ করা হয়।
প্রসঙ্গত, এক সপ্তাহ বন্ধ থাকার পর ২৫ জুলাই থেকে পুনরায় সীমিত পরিসরে ট্রেন চালুর ঘোষণা দিলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রেলওয়ে কতৃপক্ষ।