স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর পর এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য ফজলে সাদাইন খোকন।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে পরপারে ঠিকানায় চলে গেছেন দেশের ফুটবলের এই কিংবদন্তি।
বাংলাদেশ ফুটবলের এই লিজেন্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ৭০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড় আশরাফ আলী তার মৃত্যু সম্পর্কে বলেন, “বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিল খোকন। সে রাজশাহীতে থাকত। তার স্ত্রী জানালো ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন ছিল, এখন মরদেহ রাজশাহীতে নিয়ে যাচ্ছে।”
মৃত্যুর সময়ে খোকন নিজের স্ত্রী ও পুত্র-কন্যাসহ অসংখ্য গুণী মানুষ রেখে যান।
রকি//বিএন