গত ১৬ ফেব্রুয়ারি স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর হঠাত রোববার (৩ মার্চ) ভোর রাতে স্বামী রকিবের সাথে একটি ভিডিও পোস্ট করেছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভিডিওতে দেখা যায়— সমুদ্র সৈকতের ধারে স্বামীর সঙ্গে বাইকে ঘুরে-বেড়াচ্ছেন মাহি।
ক্যাপশনে লেখেন, ‘যদিও এটি আমাদের মধ্যে শেষ হয়ে গেছে এবং আমি তোমাকে আমার জীবনে ফিরে পেতে চাই না, এই ভালোবাসা আমাদের ইতিহাসের অংশ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে।’ শেষে হৃদয়ভাঙার ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এটি ছিল চিত্রনায়িকা মাহির দ্বিতীয় বিবাহ। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন।