“মায়ের চোখের কোণে লুকানো উদ্বেগ, শিশুর মুখে ভবিষ্যতের প্রতিচ্ছবি” এই ভাবনাকে কেন্দ্র করে আগামীকাল ২৬ জুলাই খুলনা লবণচরার ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মানবিক আয়োজন ‘আলোর আঁচল’ “মায়ের যত্নে শিশুর স্বপ্ন”। এই কর্মসূচির মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। এ আয়োজনে ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের সূর্যের হাসি নেটওয়ার্কও মিলিত হয়েছে সম্মিলিত সহযোগী প্রতিষ্ঠান হিসেবে।
আয়োজনের মূল কার্যক্রমে থাকছে: সচেতনতামূলক সেশন, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, বিশেষজ্ঞদের সরাসরি পরামর্শ, স্বাস্থ্য ও অভিজ্ঞতা বিষয়ক খোলামেলা আলোচনা।
‘আলোর আঁচল’ আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে রংমহল ফর ইয়ুথ, ক্লাব পার্টনার হিসাবে মেডিসিন ক্লাব ও খুলনা মেডিকেল কলেজে, মিডিয়া পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস), সোশ্যাল মিডিয়া পার্টনার কেইউ ইনসাইডারস এবং ভেন্যু ও লজিস্টিকস পার্টনার সূর্যের হাসি নেটওয়ার্ক ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় যুক্ত আছেন।
আয়োজকরা জানান, ‘আলোর আঁচল’ শুধুমাত্র একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়, বরং এটি মা ও শিশুকে ঘিরে সচেতন সমাজ গড়ার প্রতিশ্রুতি। তারা আরো বলেন, “একটু যত্ন, একটু সচেতনতা এই দুইয়ে বদলে যেতে পারে অনেকগুলো ভবিষ্যৎ। সেই বিশ্বাস থেকেই আমাদের এই যাত্রা”।