পবিত্র হজ পালন করতে ইচ্ছুক ব্যক্তিদের হজের প্রাক নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ সোমবার (১২আগস্ট ) থেকে। হজযাত্রীরা সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন।
রবিবার (১১ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়। গত ৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছিলো আগামী বছরের (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভা। অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
ধর্ম মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনে ইচ্ছুক ব্যক্তিদের ব্যাংকের মাধ্যমে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।
অন্যদিকে, বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালে হজ পালন করতে যাওয়ার সর্বোচ্চ সংখ্যার একটি তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। বিগত বছরগুলোর ন্যায় এই বছরও বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন।
তবে আগামী বছর হজে প্রয়োজনীয় খরচ কত হতে পারে তা এখনও নির্ধারিত হয়নি। চলতি বছরে মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ পালন করেছিলো।
বখতিয়ার/রুশু//