মুম্বাইয়ের এক হাসপাতালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন শাহরুখ গত ১৬ জানুয়ারি। তা জানাজানি হওয়ার পরেই হাসপাতালের বাইরে সুপারস্টারকে এক পলক দেখার আশায় ফটোগ্রাফার এবং ভক্তদের বিশাল ভিড় হয়েছিল।
সাধারণ মানুষকে এড়িয়ে গেলেও পাপারাৎজিদের চোখ ফাঁকি দেওয়া তার পক্ষেও কঠিন।ভারতীয় গণমাধ্যমের খবর, বান্দ্রায় এক ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল শাহরুখকে। কারও আবার দাবি, রেস্তরাঁয় গিয়েছিলেন সুপারস্টার। লিফটের ভিতরে থাকতেই ফটোশিকারিদের দেখতে পেয়ে যান শাহরুখ।
তাতেই মাথার হুডি বেশি করে নামিয়ে নেন।
প্রিয় তারকাকে দেখে চিৎকার করতে থাকেন অনুরাগীরা। একজন ছবি তোলার জন্য হাত বাড়ান, ক্ষিপ্ত হয়ে এক ঝটকায় তার হাত সরিয়ে দেন শাহরুখ। কোনো দিকে না তাকিয়ে সোজা উঠে যান গাড়িতে।