ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ, অপর দিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। জনপ্রিয় এই ২ তারকা বাস্তব জীবনে আবার বেশ ভালো বন্ধুও।
কিন্তু হুট করেই দুজন দুজনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। যা ইতিমধ্যে নেট দুনিয়া ভাইরাল। ভক্তদের মনে প্রশ্ন হঠাৎ কী হলো দুজনের মধ্যে?
সিয়াম ও মেহজা্বীন দুজনেই ফেসবুকে লিখেছেন কেউ কারও সঙ্গে নেই। এমনকি একজন থাকলে অন্যজন সেখানে পা মাড়াবেন না। মেহজাবীন তার ফেসবুকে লিখেছেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে, প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।
এদিকে মেহজাবীনের কিছুক্ষণ পরই সিয়াম তার ফেসবুকে লিখেছেন, মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা নাই।
তবে এটা সত্য নাকি কোনো ইভেন্ট কিংবা নাটকের প্রচার ঘোরের মধ্যেও রয়েছে ভক্তরা।