অভিনয়ের ব্যতীত নানা কারণে সংবাদের শিরোনাম হন চিত্র নায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারের শুরু থেকে দর্শক জনপ্রিয়তা না পেলেও আলোচনায় ছিলেন সব সময়। কখনো দুবাইয়ের ড্রেস কখনো শেখদের গল্প সব মিলিয়ে জান্নাতের জুড়ি নেই। তবে এবার হত্যার হুমকি পেলেন এই নায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন মিষ্টি জান্নাত। সেখানেই তিনি জানান এ খবর। এক পোস্টে মিষ্টি জান্নাত উল্লেখ করেছেন যে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
এরপর দেশের এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে। সেখানে কথোপকথনে নায়িকা জানান, তার শত্রু অনেক। তবে এই হুমকি মিডিয়ার লোকজনও দিতে পারে বলে সন্দেহ করছেন তিনি।
মিষ্টি জান্নাত জানান, তার সহকারীর নম্বরে অজ্ঞাত নম্বরে থেকে মোবাইল ফোনে কল কেউ তার নম্বর চাচ্ছিল। তারা বলে, ‘তোর ম্যামের সঙ্গে কথা বলা, যদি না বলাতে পারিস তাহলে তোর ম্যামের বিরুদ্ধে মামলা করব। তোর ম্যাম বিভিন্ন গ্রুপে ছিল, ছাত্রদের পক্ষে ছিল না। এরকম অনেক ফালতু কথাবার্তা বলতে থাকে তারা। তারপর আমার সহকারী বলে, প্রমাণ দেখাও।
অভিনেত্রীর ভাষ্য, ‘এরপর তারা আমার নম্বর ম্যানেজ করে এবং মালয়েশিয়া নম্বর থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিতে থাকে। আমাকে দেখে নেবে। তারপর আবার বলে যে দুই লাখ টাকা পাঠান। আপনি যদি এগুলো সলভ করতে চান তাহলে দুই লাখ টাকা পাঠান। এর আগে আরও একবার হুমকিধমকি করছিল ৫ আগস্টের পর। এখন আবার তারা শুরু করছে ফারিয়াকে গ্রেপ্তারের পর। এরপর আমি বলি যে আপনি যান, যেখানে যা পারেন করেন, তারপর তারা বলে হ্যাঁ যখন করব তখন নাম জানতে পারবেন। তখন আমি বলি তাহলে নামটা বলেন। পরে আরেকটা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে ডিরেক্ট ফোন না করে। কিন্তু ফোনটা আমি আর ধরিনি এবং কোনো রিপ্লাই করিনি। কিন্তু তারা পর পর ইউএসএ, কানাডিয়ান নম্বর থেকেও ফোন করতে থাকে।’