খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। নিরাপত্তার স্বার্থে তারা বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন অনেকে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীদের হলত্যাগের প্রক্রিয়া শুরু হয়।
কুয়েটের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাতুল দাস জানান, “ইতোমধ্যে অনেক শিক্ষার্থী হল ছেড়ে চলে গেছেন, বাকিরাও চলে যাবেন। তবে আমাদের আন্দোলন চলবে।”
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কুয়েট ক্যাম্পাসে। শিক্ষার্থীরা উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণসহ ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, বুধবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগ করতে বলা হয়।
তবে, এই সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং হলে থাকার ঘোষণা দেন।
কুয়েট প্রশাসনের নির্দেশ কার্যকর করতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।