রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার তিন দিন পর লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (রোববার, ১ জুন) সকাল ৯টায় ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লোকমান মিয়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে তার চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় খুঁজতে রফিনগর-মাধবপুর হাওরের দিকে একা গিয়েছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রোববার সকালে হাকালুকি হাওরের পানিতে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোকমানের পরিবার সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করে থানায় খবর দেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।