হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. এনামউল্যা।
আজ বুধবার সকাল সাড়ে নয়টায় তিনি উপাচার্য কার্যালয়ে যোগদান করেন।উপাচার্য কার্যালয়ে যোগদান করে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে সকাল ১০ঃ৩০ টায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত হোন।
উক্ত কনফারেন্স কক্ষে বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, হল সুপার, সিনিয়র শিক্ষক, প্রক্টর, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন তিনি ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাবিপ্রবি’র সদ্য বিদায়ী জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। যোগদান অনুষ্ঠানের শুরুতে প্রথমেই পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ অনুষ্ঠিত হয়। এবং সকল শহীদগণের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
যোগদান অনুষ্ঠানে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.মো. এনামউল্যা বলেন, আজ আমরা পবিত্র রক্তের ওপর দাঁড়িয়ে জীবনের সুন্দরতম স্বাধীনতা উপভোগ করছি।কিন্তু মূল উদ্দেশ্য থেকে সরে আসলে হবে না।আমাদেরকে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।আর মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য মেধাবী জাতি তৈরির বিকল্প নেই।তাই আমাদের উচিত নিয়মিত পড়াশোনায় মনোনিবেশ করা এবং গবেষণা করা।
বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতে র্যাঙ্কিং নিয়ে তিনি বলেন, আমার ইচ্ছে আছে হাবিপ্রবিকে র্যাঙ্কিংয়ের দিক থেকে ওপরের দিকে নিয়ে যাওয়া। তার জন্য আমাদের সকল শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা দরকার। বিশ্ববিদ্যালয়ে আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তবে খেয়াল রাখতে হবে কেউ যেন প্রতিবিপ্লব সৃষ্টি করতে না পারে।বিশ্ববিদ্যালয়কে শান্ত এবং পড়াশোনার উপযোগী রাখতে পারলেই বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো করা যাবে।
উল্লেখ্যঃ সোমবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতি ও হাবিপ্রবি’র চ্যান্সেলর এর আদেশক্রমে ০৪ বছরের জন্য তাঁকে নিয়োগ প্রদান করা হয়।