দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) হল সুপার কাউন্সিলের আয়োজনে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার।
আরো উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা। এছাড়াও হল সুপার কাউন্সিলের আহ্বায়ক, বিভিন্ন হলের হল সুপারগণ,এবং অন্যান্য শিক্ষক এবং নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন,বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।শিক্ষার্থীরা যেহেতু একটা বড় সঙ্কটের হাত থেকে দেশকে রক্ষা করেছে, সুতরাং তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সঙ্কটগুলো,সমস্যাগুলো কোনো ব্যাপার না।আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করতে পারবো।তিনি হলে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,তোমাদের সকলকে আবাসিক হতে হবে। তোমরা এক হলের শিক্ষার্থী আরেক হলে অবস্থান করছো কিন্তু কোনো ফি দিচ্ছো না।তোমরা ফি না দিলে তো আমাদের পক্ষে উন্নয়ন করা সম্ভব না।তোমরা যে হলে আছো, যেই সীটে আছো তোমরা চাইলে আমরা তোমাদের সেখানে সীট বরাদ্দ দিবো।
তিনি আরো বলেন,বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন মতের, ধর্মের,চিন্তার মানুষ পড়াশোনা করতে আসে।সকলের মতকে,ধর্মকে সম্মান করতে হবে।কেউ কারো উপর জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না।কেউ যদি অন্যায় করে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিবে আমরা তাকে সংশোধন করার চেষ্টা করবো।সংশোধন না হলে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।