হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং অডিটোরিয়ামে উক্ত নবীন বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপচার্য অধ্যাপক ড. মো. এনামুউল্যা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন ও জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো.হাসানুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. এমদাদুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন,বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.মো. এনামউল্যা বলেন, প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা এমন একটা প্রজন্ম যারা মেধার জন্য লড়াই করেছো।যেহেতু মেধার জন্য লড়াই করে তোমরা দেশকে নতুনভাবে স্বাধীন করেছো সুতরাং তোমাদেরকে মেধাভিত্তিক কাজের সাথে যুক্ত হতে হবে।মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে,ভবিষ্যতে ভালো মানের গবেষণা করতে হবে।কৃষি আমাদের দেশের মূলভিত্তি। কিভাবে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়া যায় শিক্ষকদের সহযোগিতায় তোমরা সেই চেষ্টা করবে।তোমরা একে অপরের প্রতি সহমর্মি হবে।সহমর্মিতা মানুষকে বড় করে তোলে।বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনা ঘটলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এবং প্রক্টর অফিসে যোগাযোগ করবে।তারা তোমাদেরকে সহযোগিতা করবে।
কৃষি অনুষদের প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান বলেন,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা মূলত কৃষি কলেজ থেকে।কৃষি কলেজ থাকা অবস্থায়ই এখান থেকে ভালো মানের কৃষিবিদ তৈরি হতো।বর্তমানে হাবিপ্রবি থেকে আরো ভালো মানের কৃষিবিদ বের হচ্ছে। যারা দেশ বিদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে।আমরা কৃষি অনুষদ সবসময়ই সাধারণ কৃষকদের পাশে থাকার চেষ্টা করেছি।যার ফলশ্রুতিতে বিগত সময়ের আকস্মিক বন্যায় আমরা কৃষকদের মাঝে বীজ,বীজের চারা আর্থিক সহায়তা দিয়েছি। আশা রাখছি তোমরা ভবিষ্যতে কৃষি অনুষদের ভালো গুণাগুণকে আরো ত্বরান্বিত করবে।
নবীন বরণ কমিটির আহ্বায়ক ও কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু বলেন, নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমরা নিরলসভাবে কাজ করেছি।শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী করতে নবীন বরণ অনুষ্ঠানের দিনেই তাদের ক্লাসের ব্যাবস্থা রেখেছি।নবীন বরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ তাদের বিভাগের পরিচিতি তুলে ধরেছেন। যাতে করে বিভাগ সম্পর্কে শিক্ষার্থীরা স্পষ্টভাবে অবগত হতে পারেন।নবীন শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।তারা যেন দক্ষ গ্রাজুয়েট হয়ে দেশ বিদেশে সুনামের সাথে কর্ম করতে পারে।