বিসিবির সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা তাদের সঙ্গে ফেরার কথা জাতীয় দলের লঙ্কান কোচেরও। তবে আরেক সূত্র আবার বলছে ২২ তারিখ ফিরবেন হাথুরুসিংহে। ঢাকা প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাওয়ার কথা তাদের।
এর আগে শ্রীলঙ্কার সাথে ব্যর্থতার টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে উপস্থিত না থেকেই ছুটিতে যান টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাঝখানে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল যে আর বাংলাদেশে ফিরবেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই গুঞ্জন। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ নিশ্চিত করেছে যে বিষয়টি শুধু গুজবই। এ ছাড়াও হাথুরুর ঢাকায় ফেরার ব্যাপারেও জানিয়েছে তারা।
হাথুরুকে নিয়ে সামাজিক মাধ্যমে এরকম গুঞ্জনে বেশ বিরক্তই বিসিবি। তাদের অভিযোগ, হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জন তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করছেন তারা।