গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ (২৭ এপ্রিল)। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের পরীক্ষা। একই দিনে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা।
গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভর্তিচ্ছুদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় কড়া নিরাপত্তায়। প্রত্যেক শিক্ষার্থীকে তল্লাশি করে ঢুকতে দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেষ সময়ে হাফ প্যান্ট পরেই এক পরীক্ষার্থীকে কেন্দ্রে আসতে দেখা যায়। নীল টিশার্ট ও ডোরাকাটা কালো হাফ প্যান্ট পরে সেই শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসেন। তাকেও কড়া তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। এসময় তার সঙ্গে থাকা একাডেমিক কাগজ পত্র যাচাই করা হয় এবং নিরাপত্তার দ্বায়িত্তে থাকা একজন তার হাফ প্যান্টের পকেটগুলো ভালোভাবে তল্লাশি করেন। তল্লাশি শেষে সেই শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মিকে হ্যান্ডশেক করতেও দেখা যায়।
একাধিক ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভর্তি পরীক্ষা দিতে আসছেন ভর্তিচ্ছুরা। তাদের অনেকের সঙ্গে অভিভাবকরাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদেরও প্রস্তুতি নিতে দেখা গেছে। তারা আলাদা আলাদা স্থানে বসে শিক্ষার্থীদের নানা বিষয়ে সহযোগিতা করেন। পরীক্ষার্থী ও সঙ্গে থাকা অভিভাবকদের প্রচণ্ড দাবদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নানা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ও বাইরে অস্থায়ীভাবে সুপেয় পানির ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ মেডিকেল সেবা চালু করা হয়েছে। ক্যাম্পাসের মেডিকেল সেন্টারও খোলা রয়েছে।