উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়টি ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে।বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে নয়টি অনুষদ, এই নয়টি অনুষদের অধীনে রয়েছে ৪৫ টি বিভাগ। ২০০৪ সালে বিজনেস স্টাডিজ অনুষদ যাত্রা শুরু করে।
এ অনুষদের চারটি বিভাগ থেকে এ যাবৎ অনেকগুলো শিক্ষার্থী পড়াশোনা করে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়, চাকুরী করছেন।সেই শিক্ষার্থীরা সবসময়ই স্মরণ করেন প্রিয় ক্যাম্পাসটিকে।কিছু সময়ের জন্য সকলে মিলিত হয়ে কাটাতে চান সুন্দর কিছু মুহূর্ত,স্মৃতিচারণ করতে চান ক্যাম্পাসে কাটানো সময়গুলো। তারই ধারাবাহিকতায় আগামী ৮ই মার্চ বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম থেকে পনেরো তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম গেট টু গেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ বিষয়ে বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড.মোঃ শামীম হোসেন বলেন,”দীর্ঘদিন সকলের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটি গেট টু গেদার আয়োজন করতে যাচ্ছি। দীর্ঘদিন পরে সকলের সাথে সকলের দেখা হবে, কথা হবে,স্মৃতিচারণ হবে যা অত্যান্ত একটি ভালো লাগার ব্যাপার হবে প্রিয় বিজনেস স্টাডিজ অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য। আশা রাখছি সকলে ব্যাস্ততা উপেক্ষা করে প্রাণের ক্যাম্পাসের টানে,ভ্রাতৃত্বের টানে সকলে আসবে আমাদের এই গেট টু গেদার আয়োজনে “।
তিনি আরো বলেন, অতি শীঘ্রই প্রতিটি ব্যাচের দুইজন করে প্রতিনিধি নিয়ে গেট টু গেদার পরিচালনার জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেট টু গেদারের জন্য রেজিষ্ট্রেশন শুরু করা হবে।
আমাদের গেট টু গেদার আগামী ৮ মার্চ প্রিয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানটিতে প্রথম থেকে পনেরো ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অনুষ্ঠানটি একদিন ব্যাপী হবে।অনুষ্ঠানটিতে ক্যারিয়ার সেমিনার, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্যুভেনিউর, স্মারক উপহার, খাওয়া-দাওয়া ইত্যাদি আয়োজন থাকবে।অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ম থেকে ৫ম ব্যাচ ১৫০০ টাকা,৬ষ্ঠ থেকে ১৫তম ব্যাচ ১০০০ টাকা,
স্পাউস১০০০ টাকা,যারা এখনো অধ্যয়নরত (৬ষ্ঠ – ১৫তম) ৫০০ টাকা,বাচ্চা ( ৫ বছর ও তদুর্ধ) ৫০০ টাকা”।
তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন,আশা রাখছি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং সকলের সার্বিক সহযোগিতায় আমরা একটি সুন্দর আয়োজন সম্পন্ন করতে পারবো। ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান শিক্ষার্থীরাও ক্যারিয়ার বিষয়ে নতুন কিছু শিখতে পারবে এবং উপকৃত হবে।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়