দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির অরাজনৈতিক সংগঠনগুলো।
আজ রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এসে ধর্ষণ ও সহিংসতা বিরোধী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচিটি শেষ হয়।
স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচএসটিইউ, হাবিপ্রবি ডিবেটিং সোসাইটি, অর্ক সাংস্কৃতিক জোট, সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংগঠন, এইচএসটিইউ ফিল্ম ক্লাব, প্রথম আলো বন্ধুসভা, গ্রীন ভয়েজ, দানেশ ব্লাড ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট, রিসার্চ সোসাইটি, এডভেঞ্চার ক্লাব, সনাতন বিদ্যার্থী সংসদ, হাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি, ফিজিক্স ক্লাব, ইসিই ক্লাব, হাউজ অফ সায়েন্স, এইচএসটিইউ এফসি, হাবিপ্রবি ক্রিকেট ক্লাব,ইয়াস বাংলাদেশ সহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমুখী এবং ক্যারিয়ারমুখী সংগঠন গুলো ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে উক্ত অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
উক্ত ধর্ষণ ও সহিংসতা বিরোধী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করা বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দরা বলেন,আজকের এই সম্মিলিত অরাজনৈতিক সাংগঠনিক ঐক্যর উদ্যোগে, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা একত্রিত হয়ে দেশের বর্তমান সামাজিক ও পরিবেশ পরিস্থিতির মাঝে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদের কমর্সূচি তুলে ধরতে এসেছি। আলো জ্বালিয়ে আমরা অন্ধকারকে দূর করবো, নীরবতা ভেঙে আওয়াজ তুলবো ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ গড়ে তুলবো!বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বিচারবিভাগের কাছে বাংলাদেশের সকল শ্লীলতাহানি, ধর্ষণ ও হত্যাকান্ডের দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। সেইসাথে অপরাধীদের নিরাপত্তা নিশ্চিতকারী কর্তৃত্ববাদী গোষ্ঠীকে নির্মূল করে সকল ধরণের লৈঙ্গিক অপরাজনীতির বিলোপ সাধন, বৈষম্য দূরীকরণ ও পুরুষতান্ত্রিক ক্ষমতাকাঠামোর আমূল সংস্কারের আহ্বান জানাচ্ছি।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি