দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অর্ক সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) অর্কের বার্ষিক প্রীতিভোজে ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের ইমাম মেহেদী মহান কে সভাপতি এবং মেকানিক্যাল ২১ ব্যাচের সিফাত আদিন কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সভাপতির দায়িত্ব প্রাপ্তির অনুভূতিতে ইমাম মেহেদী মহান বলেন, শুরুতেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার প্রত্যেকটা সিনিয়র ও বন্ধুবান্ধব সবাইকে। অর্ক, অর্ক পরিবার একটি সংগঠনের চেয়ে বড় কিছু যার সাংস্কৃতিক ঐতিহ্য একটি বিশ্ববিদ্যালয়ের থেকেও বৃহৎ! আমাদের ক্যাম্পাসের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠনের এত বড় একটি দায়িত্ব পেয়ে আমি আসলে জানি না কিভাবে কি বলব তবে অবশ্যই আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি চেষ্টা করব সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটির সর্বোচ্চ মূল্যায়ন করে সংগঠনকে আরও সামনে নিয়ে যেতে এবং পূর্বের উন্নয়নের ধারা বজায় রেখে লেভেল আপ করতে। আমার এই দায়িত্বকে পরিপূর্ণতা দেয়া এই অর্ক পরিবারের প্রত্যেকটা মানুষের হাতে। আশা করি, পরবর্তীতে আমাদের নেওয়া প্রত্যেকটি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডে আপনারা সবাই প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। দিনশেষে যে পদের দায়িত্বেই থাকি না কেন, সত্য ও সুন্দরের সন্ধানী হিসেবে অর্কের একজন কর্মী ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের সকলের দোয়াপ্রার্থী।
সাধারণ সম্পাদক সিফাত আদিন তার বক্তব্যে বলেন,আজ থেকে এক বছর আগে যখন অর্কের বসন্ত বরণ অনুষ্ঠানে প্রথম স্টেজ পারফর্ম করি, তখন কোনোভাবেই নিজেকে ক্যাম্পাসের সর্বপ্রাচীন আর সর্ববৃহৎ এই সংগঠন এর এতো বড়ো পদের যোগ্য হিসেবে কল্পনাই করিনি। আসলে আমাদের এই সংগঠনের মধ্যে পদ নিয়ে আলোচনার কোনো কালচার কখনও ছিল না, আমাদের কারও মাথাব্যথাও ছিল না। ধীরে ধীরে হয়তো সময়ের স্রোতে আর সিনিয়রদের সংস্পর্শে থেকে এই সংগঠনের দায়িত্ব নেয়ার ইচ্ছা জন্মায় আমার। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সিনিয়রদের যারা আমাকে এই অবস্থানের যোগ্য মনে করেছেন। এই দায়িত্ব আমার বয়স থেকে অনেক বড়ো দায়িত্ব এটা পালন আমি এবং আমার প্রেসিডেন্ট মহান ভাইয়ের একার পক্ষে করা সম্ভব না কখনোই। অবশ্যই এক্ষেত্রে আমার বন্ধুবান্ধবদের সাপোর্ট , আমার সিনিয়রদের উপদেশ, জুনিয়রদের সর্বোপরি সবার সহযোগিতা প্রয়োজন। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা আমাদের সংগঠনের স্তর আগের থেকেও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সফল হবো।
নাঈম//বিএন