দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ কৃষি অনুষদে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য বলেন, তোমরা বিভিন্ন জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছো।তোমাদেরকে সকলের সাথে মিলেমিশে চলতে হবে।একেকজনের পরিবার একেক রকমের। কেউ ধনী পরিবার থেকে এসেছো কেউ গরীব পরিবার থেকে এসেছো। তোমাদেরকে একে অপরের প্রতি সহনশীল হতে হবে। ভালোভাবে পড়াশোনা করে তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তোমরা জীবনে ভালো কিছু করলেই তোমাদের মা-বাবার কষ্ট সার্থক হবে।