গুচ্ছ ভর্তি পরীক্ষার “এ”ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৬ এপ্রিল)। উক্ত ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিবারের ন্যায় এবারেও চালু থাকছে বাস ব্যবস্থা।আগামীকাল শনিবার সকাল ১০ টা,১০:৩০ টা এবং ১১ টার সময় বাস চালু থাকবে।প্রতি ট্রিপে একটি করে বাস চলবে।
এ বিষয়ে পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন বলেন,প্রতিবছরের ন্যায় এবারও বাস সার্ভিস চালু থাকবে।প্রতি ট্রিপে ১ টি করে বাস চালু থাকবে।গতবছর ভর্তি পরীক্ষায় আশানুরূপ যাত্রী ছিলনা। গাড়িগুলো আসন ফাঁকা নিয়েই চলে এসেছে।তবে প্রথম ট্রিপে যদি যাত্রী সংখ্যা বেশি মনে হয় তাহলে পরবর্তী ট্রিপগুলোতে প্রয়োজন বিবেচনায় গাড়ি বাড়ানো হবে।
উল্লেখ্যঃ এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন ভর্তিচ্ছু। ২৭ এপ্রিল হাবিপ্রবি কেন্দ্রে ‘ক’ইউনিটে ৬ হাজার ৬১৬ জন, ৩ মে ‘খ’ ইউনিটে ৪ হাজার ৭৩৯ জন ও ১০ মে ‘গ’ ইউনিটে ৯৮৬ জন পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিবেন।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়