দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান স্থগিত করে নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার (২ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. শেখ মো: মোবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, এতদ্বারা ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৫ জুলাই, ২০২৫খ্রি. অনুষ্ঠিতব্য ওরিয়েন্টেশন অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ওরিয়েন্টেশনের নতুন সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. শেখ মো: মোবারক হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পক্ষ হতে মূলত এই জরুরি নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ভালো বলতে পারবেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের এখানে উপদেষ্টা মহোদয়ের অতিথি হয়ে আসার কথা। ৫ জুলাই ওনার সময় না থাকার কারণে তিনি আসতে পারছেন না।তবে ওনার সময়ানুযায়ী আমরা খুব অল্প সময়ের মধ্যে নবীন বরণ অনুষ্ঠান করে ফেলবো।
উল্লেখ্যঃ আগামী ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ হওয়ার কথা ছিল