সোমবার (২৯ এপ্রিল) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের অবগতি ও অংশগ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব ২০২৪ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৬ মে ২০২৪ খ্রীস্টাব্দ বেলা ৪.০০ টায় অডিটোরিয়াম-১ এ উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে এবং ৩০ মে ২০২৪ খ্রীস্টাব্দ চূড়ান্ত পর্ব আয়োজন শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে। পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব ২০২৪ এর ইভেন্টসমূহ (ইভেন্ট ভিত্তিক প্রতিযোগিতার দিনক্ষণ ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ হতে নিজ দায়িত্বে জেনে নিতে হবে)।
পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কবিতা আবৃতি, শাস্ত্রীয় (classical) নৃত্য, রবীন্দ্র সঙ্গীত,নজরুল গীতি,দেশাত্মবোধক গান থাকবে।
পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব’ ২০২৪ এ অংশগ্রহনেচ্ছুকদের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগে নির্ধারিত খাতায় (অফিস চলাকালীন) অথবা ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের বিজ্ঞাপ্তিতে প্রদেয় লিঙ্কে বা qr code scan করে আগামী ১৪ মে ২০২৪ খ্রীস্টাব্দের মধ্যে রেজিস্ট্রেশন করতে আহ্বান করা হয়েছে।
পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.মোঃ মাহাবুব হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বাংলা সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যেগে এমন আয়োজন হাতে নিয়েছি।সেইসাথে আমরা চাই আমাদের যেসকল শিক্ষার্থী সংস্কৃতি চর্চায় পারদর্শী এবং ইচ্ছুক তারা তাদের প্রতিভা বিকশিত করুক। সংস্কৃতিমনা শিক্ষার্থীরা সংস্কৃতি চর্চার মাধ্যমে তাদের যোগ্যতার জানান দিক।দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করুক।আশা করছি শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে আমাদের আয়োজনকে সফল এবং প্রাণবন্ত করবে।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি
মোবাইলঃ০১৭৭৮৪২৭২৯৬