দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত চার মার্চ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন “অর্ক সাংস্কৃতিক জোট” এর উদ্যেগে প্রদর্শন করা হয় “ইউফোরিয়ার ডানা” নামক শর্টফিল্ম ।
২০ ব্যাচের শিক্ষার্থী ইমন মোর্শেদ এর গল্প এবং তৌফিক এর পরিচালনায় এই শর্টফিল্ম এ অভিনয় করেন অর্ক সাংস্কৃতিক জোটের সদস্যবৃন্দ ।শর্টফিল্ম এর দৃশ্যপট ধারণ করা হয় ক্যাম্পাস এবং এর আশেপাশের এলাকায়।পুরো দৃশ্যধারন এবং এডিটিং এ সহযোগিতা করে “হাবিপ্রবি ফিল্ম ক্লাব”।
এরকম একটি প্রদর্শনীর সাথে থাকতে পেরে অনেক উচ্ছসিত ফিল্ম ক্লাবের সদস্যরাও।সংগঠনটির নবনির্বাচিত সভাপতি বলেন “অর্কের সাথে এই আয়োজনে থাকতে পেরে আমরা উচ্ছ্বসিত।আশা করি,ভবিষ্যতে একসাথে হয়ে এরকম আরও অনেক কাজ আমরা করবো।”
এ আয়োজন নিয়ে অর্ক সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক ইমন মোর্শেদ বলেন “এরকম আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়না বললেই চলে।আমরা এই শর্টফিল্ম আয়োজনের মাধ্যমে নতুন ধারার সূচনা করলাম,ভবিষ্যতে এরকম আরও কাজ করা হবে বলে আশা করছি।”
তিনটি ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই শর্টফিল্ম প্রদর্শনীকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে থেকেই প্রদর্শনীর স্থান এর সামনে ভীড় করেন শিক্ষার্থীরা । এমন এক ভিন্নধর্মী আয়োজন এর স্বাক্ষী হয়ে উচ্ছসিত ছিলেন সবাই । শিক্ষার্থীরা জানান “এরকম একটি প্রদর্শনী হবে জেনে খুবই উচ্ছ্বসিত আমরা।বন্ধুরা সবাই মিলে টিকেট কেটে শর্টফিল্ম দেখতে এসেছি। খুবই ভালো লাগছে।”
উল্লেখ্য এই আয়োজন উপলক্ষে অনলাইনে প্রচারের পাশাপাশি কয়েকদিন ধরে অফলাইনেও টিকেট বিক্রি করেছে “অর্ক সাংস্কৃতিক জোট।”
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়