দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম -১ এ বিকাল সাড়ে চারটায় উক্ত ইফতার মাহফিল ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত অনুষ্ঠিত হয়।তারপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও পরিচিতি সম্পন্ন হয়।
উক্ত ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এটিএম রেজাউল হক, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এস এম কামরুল হাসান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামিল সুলতান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো.জিয়াউল আহসান এবং হাবিপ্রবির কর্মকর্তা আনোয়ার সাদাত সহ বগুড়া জেলার শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীরগণ।
উক্ত ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।ভবিষ্যতে তারা বগুড়া অঞ্চলের শিক্ষক এবং বড় ভাই বোনের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।তারা বলেন,আমরা আমাদের শিক্ষকদের নির্দেশনায় এবং আমাদের ভাই বোনের সহযোগিতায় ভালো কিছু করার মাধ্যমে হাবিপ্রবিতে এবং সারাদেশে বগুড়ার সুনাম উজ্জ্বল করতে চাই ইনশাআল্লাহ।
শিক্ষকেরা তাদের বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের জন্য সবসময়ের জন্য আমাদের দরজা খোলা আছে।আমরা যেকোনো বিপদে তোমাদের পাশে থাকতে চাই।তবে সবসময়ই খেয়াল রাখবে তোমাদের দ্বারা যেন অন্যদের ক্ষতি না হয়। এই বিশ্ববিদ্যালয়ে তোমরা সকল অঞ্চলের মানুষের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সহাবস্থান নিশ্চিত করবে।তোমরা একাডেমিক এবং কর্মজীবনে ভালো করলে আমাদের মাঝে খুশির সঞ্চার হয়।তোমাদের জন্য সবসময় শুভ কামনা।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি