দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে শিক্ষক, কর্মকর্তা,বৈষম্য বিরোধী, ছাত্রদল,শিবির এবং ছাত্র অধীকার পরিষদের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
প্রায় দেড় হাজার মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।সাধারণ শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নারী শিক্ষার্থীদের জন্য পৃথক বসার ব্যাবস্থা ছিল। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সাধারণ শিক্ষার্থীরা বেশ সন্তুষ্ট ছিল। আয়োজনের চেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করায় খাবারে কিছুটা ঘাটতি দেখা যায়।
পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের আয়োজনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন।