দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি।
মঙ্গলবার ( ২৬ মার্চ) সকাল ৯ টা ৩০ মিনিটে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান,প্রক্টর প্রফেসর ড.মামুনুর রশীদ,
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেন । পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা- কর্মচারী, হাবিপ্রবি ছাত্রলীগ, বিভিন্ন ক্লাব, সমিতি সহ সকল অঙ্গসংগঠন শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর সকাল ১০ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি