দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগ কর্তৃক আয়োজিত মার্কেটিং প্রিমিয়ার লীগ সীজন -৩ এর উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন মাঠে দুপুর ২ টায় উক্ত খেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবুল কালাম, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ,সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদুল ইসলাম সবুজ, লেকচারার মো. আসাদুজ্জামান বাবু এবং লেকচারার কাজী মো. ইউসুফ সহ অত্র বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
প্রফেসর ড. আবুল কালাম তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর, মন ভালোভাবে গঠিত হয়।সেইসাথে নিজেদের মাঝে অনানুষ্ঠানিক সম্পর্ক সৃষ্টি হয়।সকলের প্রতি আহবান থাকবে সকলে নিজেদের সহাবস্থান নিশ্চিত করে টুর্নামেন্ট শেষ করবে।
প্রফেসর ড. মো. জামাল উদ্দিন বলেন, তোমরা খেলাধুলা উপভোগ করবে।নিজেদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।খেলায় যেমন একটি দল একতাবদ্ধ থাকে তোমরাও সবসময় নিজেদের সেভাবে একতাবদ্ধ রাখবে।
আজকের খেলায় সংশপ্তক এবং পাওয়ার স্ট্রাইকার্স মুখোমুখি হয়েছে। পাওয়ার স্ট্রাইকার্স প্রথম ইনিংসে ১১ ওভার তিন বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯২ রান করেছ।