দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রসায়ন বিভাগের ‘রসায়ন সমিতির’র তৃতীয় কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।
শনিবার (১৮ মে )অডিটোরিয়াম-১ এ তৃতীয় কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয় ।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. বলরাম রায়কে সভাপতি , বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলামকে কোষাধ্যক্ষ এবং বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আসিফ আহমেদ রেদওয়ানকে সহ-সভাপতি ও পঞ্চম ব্যাচের আরেক শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বাবুকে সাধারণ সম্পাদক মনোনীত করে রসায়ন সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে ।
উক্ত কমিটির যুগ্ম সম্পাদক পদে ফারজানা তানজিম , সাংগঠনিক সম্পাদক পদে রাকিবুল হাসান সিদ্দীকী সাদিত , প্রচার সম্পাদক পদে রাহাত হোসেন , উপপ্রচার সম্পাদক পদে মো. কাওছার আহম্মেদ , ক্রীড়া সম্পাদক পদে মো. ইমরান হাসান, সহক্রীড়া সম্পাদক মো. মাসুদ রানা , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে টি. এম. সিয়াম সারওয়ার, সহ-শিক্ষা ও সংস্কৃতি সুমাইয়া আক্তার নিশা, ছাত্র কল্যাণ সম্পাদক পদে সনাকান্ত রায় , সহ ছাত্র কল্যাণ সম্পাদক মো. রুবেল মিয়া, ছাত্রী বিষয়ক সম্পাদিকা পদে আফিয়া আনজুম রকি সহ আরও ৬ জন সদস্যসহ মোট ২১ জন মনোনীত হয়েছেন।
সদ্য বিদায়ী কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন ও নবনিযুক্তদের শুভেচ্ছা জানিয়ে রসায়ন সমিতির সভাপতি এবং বিভাগীয় চেয়ারম্যান ড. বলরাম রায় বলেন,”রসায়ন সমিতি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির একটি অঙ্গ সংগঠন । এই সমিতির মাধ্যমে আমরা কিছু সামাজিক কর্মকাণ্ড ও একাডেমিক কর্মকাণ্ড পরিচালনা করি। নবগঠিত কমিটির সদস্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । নতুনদের নেতৃত্বে শিক্ষা ও গবেষণাসহ সকল কার্যক্রমে রসায়ন বিভাগ এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যয়” ।
নবগঠিত কমিটির সহসভাপতি আসিফ আহমেদ রেদওয়ান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন “রসায়ন পরিবারের অগ্রযাত্রায় নিজেকে শামিল করতে পেরে গর্বিত । ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক মহাদয়দেরকে যারা আমার উপর আস্থা রেখেছেন। পরিশেষে সকলের উপর দোয়াপ্রার্থী আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যগুলো সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং রসায়ন বিভাগের উন্নয়নে ভূমিকা রাখতে পারি”।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাবু বলেন, প্রথমে ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় স্যারদের । তারা আস্থা রেখেছেন বলেই আমাকে সাধারণ সম্পাদক এর মত গুরুদায়িত্ব দিয়েছেন। রসায়ন সমিতির মাধ্যমে শিক্ষার্থীদের সকল সমস্যা ও রসায়ন পরিবারকে কিভাবে আরো এগিয়ে নেয়া যায়,তার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ । আমাকে যে দায়িত্ব প্রদান করেছে তা যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব । আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি” ।
উল্লেখ্য, আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে ।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি
মোবাইলঃ০১৫১৬৩৩৪৫৬৯