হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের জন্য “ডেভেলপমেন্ট অব প্রফেশনাল স্কিলস ফর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স” এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর সার্বিক দিকনির্দেশনায় নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস কর্তৃক উক্ত কর্মশালা আয়োজন করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২ঃ০০ হতে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনে অবস্থিত ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর ২৪৯ নং কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদগণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এর পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার এর পরিচালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলাম এবং পোল্ট্রি এন্ড ডেইরি সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহীন আলম।
কর্মশালায় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের জন্য প্রথম সেশনে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সিভি রাইটিং, কাভার লেটার ও মোটিভেশনাল লেটার কিভাবে লিখতে হয় এবং পারদর্শী হওয়ার জন্য কি কি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সে বিষয়ে আলোকপাত ও নির্দেশনা প্রদান করা হয়।পরবর্তী সেশনে বিদেশে উচ্চ শিক্ষা অর্জনে একাডেমিক পর্যায়ে কিভাবে প্রস্তুতি নিতে হবে, এবং স্কলারশিপ অর্জনে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে আলোকপাত করা হয়।
কর্মশালা সমাপন্তে ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস এর পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই ধরনের কর্মশালা আয়োজনে ক্যাডস-কে সহায়তা ও সুযোগ প্রদান করার জন্য। পাশাপাশি,তিনি কর্মশালায় উপস্থিত সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, রিসোর্স পার্সন, আইআরটি’র পরিচালক, সঞ্চালক ও কর্মশালা আয়োজনে স্বেচ্ছাসেবক বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়