হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বেগম সুফিয়া কামাল হলের নতুন সহকারী হল সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তারান্নুম ইসলাম।
সোমবার (১১ মার্চ) হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তারান্নুম ইসলামকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী তিন বছর মেয়াদে বেগম সুফিয়া কামাল হলের সহকারী হল সুপার হিসেবে নিযুক্ত করা হলো।
সহকারী হল সুপারের দায়িত্ব পেয়ে তারান্নুম ইসলাম বলেন,”‘শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করা আমার জন্য একটি আনন্দের ব্যাপার। মাননীয় উপাচার্য মহোদয় আমাকে বেগম সুফিয়া কামাল হলের সহকারী হল সুপারের দায়িত্ব দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম সুফিয়া কামাল হলের হল সুপারকে সহযোগিতার মাধ্যমে হলের পরিবেশ সুন্দর ও মননশীল রাখতে চাই। চাকরি জীবনে এই দায়িত্বকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে নিলাম।আশা রাখছি এই দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসনসহ সহকর্মীদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি