হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা আজ থেকে বিভিন্ন অনুষদ, শাখা/অফিস ও ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় শুরু করেছেন। এরই অংশ হিসেবে আজ সকাল ১০ টায় কৃষি অনুষদ ও সকাল সাড়ে ১১.৩০ টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। কৃষি অনুষদ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাথে মতবিনিময় সভায় সংশ্লিষ্ট অনুষদের ডীনদের সভাপতিত্বে অনুষদীয় সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ভাইস—চ্যান্সেলর মনোযোগ দিয়ে তাদের সকলের কথা ও অনুষদ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা শোনেন। উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।
মতবিনিময় সভায় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, তাদের আত্মত্যাগের কথা ভুলে যাওয়া যাবেনা। আমাদেরকে মাথায় রাখতে হবে এতোদিন আমরা যে যাই করেছি সেটা বর্তমান প্রজন্ম পছন্দ করছে না। এ জন্যই তারা রাস্তায় নেমেছিল। রংপুরের শহীদ আবু সাঈদ প্রথম গুলি খেয়ে একটু ঝুঁকেছিল, দ্বিতীয় গুলি খেয়ে আরেকটু ঝুঁকেছে এবং তৃতীয় গুলি খেয়ে সে পড়ে গেছে, এরপরও কিন্তু তাঁর হাতে লাঠিটা ছিল। এই লাঠি হলো শক্তি ও সাহসের প্রতিক। এর ফলেই কিন্তু জাগরণটা হয়েছে। আজকের যুগে কে আছে যে এভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে গুলি খাবে? আপনি আমি হলে তো আমরা পারতাম না, কিন্তু বর্তমান প্রজন্ম পেরেছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদগণের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণার কোন বিকল্প নেই। এ জন্য পর্যাপ্ত ল্যাব সুবিধা থাকতে হবে, শিক্ষকদের গবেষণার দিকে মনযোগী হতে হবে। ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজনের উপর গুরুত্ব প্রদান করতে হবে। পাশাপাশি তিনি শিক্ষক সংকট নিয়েও কথা বলেন এবং সামনের দিনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।
তিনি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে কিছু জিনিস চাইলেও বর্তমানে করা সম্ভব নয়। সরকার চিন্তা করতেছে রিজার্ভের টাকা খরচ না করেও কিভাবে ঋণের টাকা পরিশোধ করা যায়। আস্তে আস্তে তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়কে কিভাবে সামনে এগিয়ে নেয়া যায়, এক্ষেত্রে তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।