দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্মরত গণমাধ্যম কর্মীদের একমাত্র সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি কর্তৃক প্রদানকৃত হাবিপ্রবিসাস ষান্মাসিক মিডিয়া অ্যাওয়ার্ড -২০২৪ এ উদীয়মান প্রতিবেদক অ্যাওয়ার্ড পেয়েছেন হাবিপ্রবি সাংবাদিক দপ্তর সম্পাদক নাঈম ইসলাম সংগ্রাম।
বৃহস্পতিবার (১৪ মার্চ ) হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.মো. মাহাবুব হোসেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. ইয়াছিন প্রধান, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক রুবায়েত আল ফেরদৌস নোমান এবং হাবিপ্রবি সাংবাদিক সমিতির অন্যন্য সদস্যবৃন্দ।
নাঈম ইসলাম সংগ্রাম বর্তমানে হাবিপ্রবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী।
মূলত একক মৌলিক প্রতিবেদন, বিশেষ প্রতিবেদন, প্রতিবেদনের ভাষা ও শব্দচয়ন এবং সাংবাদিকতায় সাংগঠনিক দক্ষতা এই তিনটি ক্যাটাগরিতে উদীয়মান প্রতিবেদক নির্বাচন করা হয়।
সংগ্রাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “প্রতিটি প্রেষণা মানুষের এগিয়ে যাওয়ার প্রেরণা। হাবিপ্রবিসাস আমার কাজের যে মূল্যয়ন করেছে তার জন্য আমি সংগঠনটির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা রাখছি ভবিষ্যতে সাংবাদিকতার ক্ষেত্রে আরো সুন্দর ও বাস্তবধর্মী প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল সুনাম,অগ্রগতি, দুর্নীতি অনিয়ম তুলে ধরবো।প্রতিবেদন তৈরির ক্ষেত্রে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকলের দোয়া এবং ব্যক্তিগত প্রচেষ্টায় যেতে চাই সাংবাদিকতার অনন্য উচ্চতায়।
পুরস্কার দেওয়ার বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. রুবাইয়াদ ইসলাম বলেন, “সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সদস্যদের উৎসাহ দিতে আমরা এ পুরস্কার প্রদান করছি। তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মিরাজুল আল মিশকাতের হাত ধরে হাবিপ্রবিসাস মিডিয়া অ্যাওয়ার্ডের প্রচলন শুরু হয়৷ আশা করি পরবর্তীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
এছাড়াও দ্বিতীয়বারের মতো হাবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে সেরা সাংগঠনিক পদক পেয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম ফাহিমুল্লাহ্ এবং সেরা প্রতিবেদক হয়েছেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহি সদস্য রিয়া রানী মোদক এবং উদীয়মান প্রতিবেদক হয়েছেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য রাহাত হোসেন।
সংগঠনের উপদেষ্টা এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার বলেন,” পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারাটা আনন্দের আমার কাছে । যেকোনো পুরস্কার তার দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। যারা অ্যাওয়ার্ড পেয়েছো তাদের অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা”।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.মোঃ মাহাবুব হোসেন বলেন,”সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং কাজ।আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাংবাদিকরা ভবিষ্যতে তাদের সুন্দর লেখনীর মাধ্যমে দক্ষতা অর্জন করে সাংবাদিকতার ভালো জায়গায় যাবে।সাংবাদিকতার মৌলিক গুণ হওয়া উচিত বস্তুনিষ্ঠ বিষয় সকলের মাঝে তুলে ধরা”।
তিনি আরো বলেন, “সাংবাদিকতার ক্ষেত্রে শুধু সমালোচনা নয় সমস্যা সমাধানের পন্থাগুলোও আলোচনা করতে হবে।তাহলে সংশ্লিষ্ট সকলে একটি স্বচ্ছ ধারণা পাবে”।
পরিশেষে তিনি অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানান।