হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) ৮ মার্চ দিনাজপুর শহরের বালুবাড়ির পল্লীশ্রীতে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসানের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) দিনাজপুর জেলা শাখা সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন,দিনাজপুর জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ড্যাব দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ জিয়া।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড.এম জাহাঙ্গীর কবির।
হাবিপ্রবি ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো. ফারুক হাসান,দিনাজপুর অ্যাব জেলা শাখার সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, হাবিপ্রবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান , হাবিপ্রবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. নওশের ওয়ান। দিনাজপুর জেলা আইনজীবী পরিষদের অ্যাডভোকেট আবদুল হালিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের বিভিন্ন শিক্ষকবৃন্দ,হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতি মো.নুর জামান সাধারণ সম্পাদক মো. আবদুল হাকিম লেবু। এছাড়াও হাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. মহিদুল হাসান।
হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড.মো. আবু হাসান বলেন, জাতীয়বাদী শিক্ষক পরিষদ সবসময়ের জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নায্য অধিকার নিয়ে কাজ করে।বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন পীড়ন সত্বেও আমরা নায্য অধিকারের বিষয়ে কথা বলেছি।আমাদের নায্য কথাকে,দাবিকে উপেক্ষা করে তারা সবসময় অনাচার করেছে। আমরা চাই হাবিপ্রবির শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হোক। শিক্ষার্থীরা দেশ বিদেশে হাবিপ্রবির সুনাম কুড়িয়ে আনুক।
পৌর মেয়র তার বক্তব্যে বলেন, আমরা বিগত দিনগুলোতে নানা অন্যায় অত্যাচার সহ্য করে রাজপথে ছিলাম। আমরা শিক্ষা মুক্তি,রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তির জন্য আন্দোলন করেছি। স্বৈরাচারী হাসিনা সবসময়ই আমাদের দাবায়ে রাখার চেষ্টা করেছে।কিন্তু দীর্ঘদিনের লড়াই সংগ্রামের কারণে স্বৈরাচারী হাসিনা দেশান্তর হতে বাধ্য হয়েছে। হাবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ সবসময় শিক্ষাবান্ধব কাজের সাথে জড়িত ছিলেন। আশাকরি সামনের দিনগুলোতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সম্মানিত শিক্ষকবৃন্দ আরো ইতিবাচক শিক্ষা কর্মকান্ডের সাথে নিজেদের নিয়োজিত রাখবেন।
বক্তব্য প্রদান শেষে দেশের মানুষের মঙ্গল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং বাংলাদেশের মানুষের খেদমত করতে পারার তাওফিক চেয়ে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রফেসর মো.কুতুবউদ্দিন উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি