ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলনকে (হামাস) নির্মূল করা সম্ভব নয় বলে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি।
বুধবার (১৯ জুন) দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল থার্টিন নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় আইডিএফ মুখপাত্র এ মন্তব্য করেন বলে এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
সাক্ষাৎকারে আইডিএফ মুখপাত্র বলেন, হামাসের অস্তিত্বকে মুছে ফেলার চেষ্টা করা আদতে জনগণের চোখে ধুলা দেওয়ার সমকক্ষ। এ সময় হামাসের নিজ আদর্শে অটল থাকার প্রশংসা করে তিনি বলেন, হামাস আসলে একটি আদর্শ। হামাস একটি যথাযথ দল, যার অবস্থান জনগণের হৃদয়ের মণিকোঠায়। সুতরাং, যাঁরা মনে করেন আমরা হামাসকে নির্মূলে সক্ষম হবো— তাঁরা ভ্রান্তিতে আছেন।
হ্যাগারি ইসরায়েলি প্রশাসনকে সতর্ক করে আরও বলেন, ইসরায়েলি সরকার কোনো বিকল্প পথের সন্ধান না পেলে হামাস গাজা উপত্যকায় স্থায়ী হয়ে যাবে এবং সংগঠনটিকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের এ ধরনের মন্তব্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে দেখা দেওয়া টানাপোড়েনের মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে আইডিএফ মুখপাত্রের কার্যালয় থেকে প্রেরিত এক বার্তায় বলা হয়েছে ভিন্ন কথা। বার্তাটিতে বলা হয়, দেশটির সামরিক বাহিনী সরকারের যুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। আইডিএফ মুখপাত্র শুধু ‘হামাসের মতাদর্শ’-এর বিষয়ে কথা বলেছেন। তাঁর এ বক্তব্য শুনে কেউ যদি মনে করেন তিনি হামাসের পক্ষে কথা বলেছেন— তাহলে সেটি সাক্ষাৎকারটির ভুল ব্যাখ্যা ব্যতীত আর কিছু নয় বলেও ইঙ্গিত করা হয় বার্তাটিতে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বার্তায় জানিয়েছে, যুদ্ধকালীন মন্ত্রিসভা শুধু হামাসের সামরিক ও দেশ চালানোর সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে। প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব হলো সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখা।